ফল দিয়ে করা যাবে মোবাইল রিচার্জ! গবেষকরা এমন একটি পদ্ধতি বার করেছে যা দিয়ে কিছু ফল থেকে সহজেই এনার্জি উৎপন্ন করা হতে পারে।
সভ্যতার উন্নতির সাথে সাথে বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের এমন অনেক কিছু উপহার দিচ্ছে যা জীবন চলার পথকে করে তুলেছে সহজ থেকে সহজতর । প্রতিনিয়ত প্রযুক্তিগত উন্নতি ঘটছে এবং জীবন আধুনিক থেকে আধুনিকতর হয়ে উঠছে। প্রযুক্তির কল্যাণে বর্ত্মানে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে।
কম্পিউটার ও মোবাইলে ইন্টারনেটের ব্যবহা্রের কারণে মানুষের জীবন গতিময় হয়ে উঠেছে। বিজ্ঞানীদের নতুন নতুন আবিষ্কার জীবনকে করে তুলেছে সহজ । এবার বিজ্ঞানীরা নতুন এক তথ্য নিয়ে আসলো ,সেট শুনলে কিছুটা হলেও অবাক হবে।
ফল দিয়ে করা যাবে মোবাইল রিচার্জ । শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গবেষকরা এমন একটি পদ্ধতি বার করেছে যা দিয়ে কিছু ফল থেকে সহজেই এনার্জি উৎপন্ন করা হতে পারে।
এক গবেষনায় দেখা গেছে যে ডিউরিয়ান ফল বা কাঁঠালের বর্জ্য থেকে বেশি এনার্জি উৎপন্ন হয় যে সেটা থেকে সহজেই ফোন, ল্যাপটপ বা দৈনন্দিন অন্যান্য গ্যাজেট চার্জ করা যেতে পারে।
ফলগুলির বর্জ্য অংশ তুলে এনে সেগুলোকে রূপান্তরিত করা হয় স্থায়ী কার্বন এরোজেলসে। প্রথমে ফলগুলিকে পানিতে ফোটান হয়, তারপর সেগুলোকে জমিয়ে শুকনো করে সেই বর্জ্য অংশ store করা হয়। এই কার্বন এরোজেলস বৈশিষ্ট্যে অনেক হালকা ও সছিদ্র একটি বস্তু। এটা দিয়েই ইলেকট্রোড উৎপন্ন করা হয়ে থাকে।
এই দুই ফল থেকেই ভাল মানের সুপার-ক্যাপাসিটার তৈরি করা সম্ভব হবে। বিজ্ঞানীরা বলেছেন, গ্রাফিন থেকে প্রস্তুতকৃ্ত দামি উপাদানকে কড়া প্রতিযোগিতায় পেছনে ফেলে দেবে খুব সহজেই এই ফলের বর্জ্য পদার্থ। বিজ্ঞানীরা এখন এই ফল নিয়েই গবেষণা করছেন। এগুলির ছিদ্রময়তার কারনে এইগুলিকে নিয়ে গবেষণা করেন বিজ্ঞানীরা।
সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক ভিনসেন্ট গোমস বলেছেন যে, এখন পৃথিবীর জীবাশ্ম জ্বালানি দিন দিন যে পরিমাণে কমে যাচ্ছে। সেইদিক থেকে দেখলে প্রাকৃতিক ভাবে স্বাভাবিক সুপার-ক্যাপাসিটার থেকে উচ্চশক্তির এনার্জি স্টোরেজ ডিভাইস তৈরি করা একান্ত প্রয়োজন। এই রকম পদ্ধতিতে এনার্জি উৎপন্ন চালু হলে বর্তমানে যে ব্যবস্থা চালু আছে সেটার বিকল্প পথ তৈরি করা যাবে।
আপনি যদি আমার পোস্টটি পছন্দ করেন এবং ব্লগিং এবং অনলাইন থেকে কীভাবে অর্থোপার্জন করতে হয় সে সম্পর্কে আরও জানতে চান তাহলে অন্য পোস্টগুলা দেখুন এবং এই সাইটটি সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে সেয়ার করুন। ধন্যবাদ।
COMMENTS