জিমেইল কি? কীভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়? google account ও জিমেইল অ্যাকাউন্ট একি জিনিস।
জিমেইল - Gmail কি?
Gmail (জিমেইল ) গুগল দ্বারা পরিচালিত একটি ইমেল পরিষেবা। এটি বিনামুল্যে ব্যবহার করা যায়। Gmail যখন তাদের এই সেবাটি চালু করে তখন মাত্র ১ জিবি storage capacity দিত প্রতি ব্যবহারকারিকে। কিন্তু এখন ১৫ জিবি দিচ্ছে।
এটি গুগল ডক্স, গুগল ড্রাইভ এবং ইউটিউবের মতো অন্যান্য গুগল পরিষেবাগুলির সাথে সংযুক্ত। গুগল G Suite এর মাধ্যমে ব্যবসার জন্য প্রিমিয়াম পরিষেবাও সরবরাহ করে।
জিমেইলের এইচটিএমএল (HTML version) সংস্করণকে বলে জিমেইল বেসিক (Gmail Basic) এবং জিমেইল এর মোবাইল অ্যাপও (Gmail mobile app ) রয়েছে ।
Gmail জিমেইল এর গুরুত্ব
আমি বিশ্বাস করি এটি একটি ব্যক্তিগত এবং সরাসরি কথোপকথন সরবরাহ করার জন্য সেরা যোগাযোগের মাধ্যম। জিমেইলের মাধ্যমে সামাজিক যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে।
Email ছাড়া এখন আমরা online এর কোন কাজ করতে পারিনা। যোগাযোগ, ব্যবসার কাজে, মোবাইল চালানো, software, app, বিভিন্ন site e registration করার জন্য, বিভিন্ন ছবি, video, file share করার জন্য Gmail খুবই গুরুত্বপুর্ন।
কীভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলবেন
মোবাইল বা computer এর যেকোন browser চালু করে address bar এ Gmail.com লিখে সার্চ দিন।
একটা অ্যাকাউন্ট তৈরি করুন অথবা English e লিখা থাকতে পারে create an account -এইটা Select করুন।
Create an account এ ক্লিক করার পর একটি form আসবে এই ফরমটি পুরন করতে হবে।
First name এর ঘরে নামের প্রথম অংশ এবং last name এর ঘরে নামের শেষ অংশ লিখতে হবে।
Username এর ঘরে নতুন একটি ইমেইল username দিতে হবে যা আগে কেউ এই username ব্যবহার করে নাই। মনে রাখবেন, এইখানে যে username দিবেন সেটাই হবে আপনার গুগল বা জিমেইল (Gmail) আইডি।
Password এর ঘরে শক্তিশালি পাসওয়ার্ড দিতে হবে যাতে কেউ সহজে হ্যাক করতে না পারে। পাসওয়ার্ড অবশ্যই ৮ সংখ্যার বেশি দিতে হবে।
confirm password এর ঘরে আগের পাসওয়ার্ড দিয়ে next এ ক্লিক করতে হবে।
ইমেইলের username এবং পাসওয়ার্ড মনে রাখতে হবে কারন পরবর্তিতে এই username এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্টে লগইন করতে পারবেন। তাই username এবং পাসওয়ার্ড যা দিবেন সেটা ভালো করে মনে রেখে দিবেন অথবা note করে রাখবেন।
Verify your phone number
Verify your phone number এই option যদি না আসে তাহলে phone Verify করতে হবেনা।
recovery email address এর ঘর আপনার আগে থেকে কোন ইমেইল আইডি create করা থাকলে সেইটা দিলে ভাল হয়। পরবর্তিতে ইমেইল এ কোন প্রব্লেম হলে recovery email address এর মাধ্যমে ঠিক করা যায়। এখন না দিলে পরেও add করতে পারবেন।
জন্ম তারিখ পুরন করে gender এর ঘরে ছেলে হলে male এবং মহিলা হলে female দিতে হবে। তারপর next এ ক্লিক।
গুগলের ভিডিও কল সেবা পেতে চাইলে -yes,I’m in এইটা তে ক্লিক করুন অথবা skip e click করুন।
গুগোল এর privacy & terms এই পেইজ আসবে তাতে নিচে – I agree তে ক্লিক করতে হবে।
ব্যাস তৈরী হয়ে গেল একটি Gmail account যা দিয়ে আপনি অন্য মেইল id তে ইমেইল পাঠাতে পারবেন এবং অন্যরাও আপনার জিমেইল আইডিতে মেইল পাঠাতে পারবে।
জিমেইলের কিছু পরিসংখ্যান জেনে নিন।
আপনি কি কখনও ভেবে দেখেছেন যে gmail কতটা জনপ্রিয়? অনলাইন হোক বা অফলাইন এখন যেকোনো কাজের জন্য একটি ইমেইল আইডি কতটা দরকারি হয়ে উঠেছে? এই পোস্টে আমরা জিমেইলের কিছু পরিসংখ্যান সম্পর্কে জানবো।
২৫+ বিলিয়নেরও বেশি জিমেইল ব্যবহারকারী রয়েছেন। গুগল সাধারণত তার ব্যবহারকারীকে কিছুটা মোড়কের আওতায় রাখে, তবে ২০১৮ এর শেষের দিকে একটি টুইটের মাধ্যমে গুগল নিশ্চিত করেছে যে জিমেইলে বিশ্বজুড়ে ১.৫ বিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
২০১৬ সালের পর থেকে Gmail বাবহারকারির সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এই সংখ্যাটি ভবিষ্যতে আরও বাড়তে থাকবে।
২.৮ মিলিয়ন ইমেল প্রতি সেকেন্ডে প্রেরণ করা হয়
43.5 মিলিয়ন গ্রাহকরা প্রতিদিন তাদের ইমেইল পরীক্ষা করেন
প্রতি মিনিটে 10 মিলিয়নেরও বেশি স্প্যাম এবং দূষিত ইমেল তৈরী হয়, এ সমস্তই ইমেল Gmail এর স্বয়ংক্রিয় মেশিন লার্নিং (এমএল) দ্বারা blocked করা হয়।
Gmail বর্তমানে ১০৫ টি ভাষা support করেএবং গুগল ক্রমাগত আর নতুন নতুন ভাষা যোগ করছে।
মতামত
আমার মনে হয় যে আপনি এখন একটি জিমেইল- Gmail account কিভাবে খুলবেন তা বুজতে পেরেছেন। এখনও যদি কোনও বিভ্রান্তি বা প্রশ্ন বা মতামত থাকে তবে দয়া করে কমেন্ট বক্সে একটি মন্তব্য করুন, আমি আপনাকে উত্তর দেয়ার চেস্টা করব।
আপনি যদি আমার পোস্টটি পছন্দ করেন এবং ব্লগিং এবং অনলাইন বা freelancing থেকে কীভাবে অর্থোপার্জন সম্পর্কে আরও জানতে চান? এই সাইটটি সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে share করুন।
COMMENTS