সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেসবুক ডেস্কটপে ব্যবহার করার জন্য মেসেঞ্জার app টি চালু করেছে। Facebook app for desktop.
সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেসবুক ডেস্কটপে ব্যবহার করার জন্য মেসেঞ্জার app টি চালু করেছে।
ফেসবুকের যাত্রা শুরু করার প্রায় নয় বছর পর computer অ্যাপ্লিকেশন হিসেবে পাওয়া যাচ্ছে মেসেঞ্জারকে। Facebook উইন্ডোজ এবং ম্যাক উভয় ব্যবহারকারীদের জন্য অ্যাপ্লিকেশন চালু করেছে যাতে ব্যবহারকারীরা ভিডিও চ্যাট করতে এবং সংযুক্ত থাকতে পারেন, এটি একটি ব্লগপোস্টে বলেছে।
Facrbook post
Computer ব্রাউজারে Audio ও Video কলের পরিমাণ 100% বাড়ার হার দেখে মেসেঞ্জার অ্যাপটি উইন্ডোজ ও ম্যাক ডেস্কটপ অ্যাপ হিসেবে ছেড়েছে ফেসবুক। Desktop ব্রাউজার সংস্করণের মেসেঞ্জারে যে ফিচারগুলা আছে, তা অ্যাপ সংস্করণেও পাওয়া যাবে। ফ্রি গ্রুপ ভিডিও কলও করা যাবে। মাইক্রোসফ্ট স্টোর বা ম্যাক অ্যাপ স্টোরে ম্যাসেঞ্জার app টি download করা যাবে।
আরো পড়ুনঃ
Tiktok কে প্রতিযোগিতা দিতে আসছে Youtube এর 'Shorts'
ফল দিয়ে মোবাইল রিচার্জ! বিজ্ঞানীরা কি বলছে?
ফেসবুক বলছে যে,‘করোনাভাইরাসের কারনে কেউ বাড়ি থেকে বের হতে না পেরে social media এর মাধ্যমে যোগাযোগ করায় অভূতপূর্ব ট্র্যাফিক বৃদ্ধি পেয়েছে।
গত বছর ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে অনুষ্ঠিত এফ৮ ডেভেলপার সম্মেলনে এ ঘোষণা দিয়েছেল সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি। কিন্তু চলতি বছরে করোনাভাইরাসের কারণে এফ-৮ সম্মেলন বাতিল হওয়ায় এর আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে মানুষের চাহিদার কথা চিন্তা করে এ সময় ডেস্কটপ App এর প্রয়োজন বোধ করে Face Book. তাই বড় কোন ঘোষনা ছাড়াই এটি চালু করেছে। গত মাসে Mac সংস্করণে এ App পরীক্ষা করে দেখেছিল Facebook. ফেসবুক এক বিবৃতিতে বলেছে- "বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের এই সংকট যেমন এগিয়ে চলেছে এবং আরও বেশি লোক শারীরিকভাবে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, আমরা আশা করি যে এই সময়ে পরিবারের সাথে সংযুক্ত থাকার জন্য লোকেরা আমাদের পরিষেবাগুলিতে নির্ভর করবে এবং আমরা আশা করি যে এই সংযোগগুলি যোগাযোগ আরও সহজ করে তুলবে"। ,
ফেসবুকের উইন্ডোজ App প্রথম দেখা গিয়েছিল ২০১১ সালে । কিছুদিন পর সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল।
FB messenger এর বড় দুর্বলতা হচ্ছে এটি এখন কেবল ৮ জনের group video calling support করে। সেখানে zoom একত্রে ৫০০ জন অংশ নিতে পারে। এ ছাড়া link এর মাধ্যমে কাওকে কলে যুক্ত করার সুবিধা নেই মেসেঞ্জারে। screen share করার option ও নেই। ভবিষ্যতে এ ফিচার চলে আসতে পারে।
COMMENTS